মেগাভূমিকম্পের সতর্কতা তুলে নিল জাপান

জাপানের উত্তর উপকূলে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার এক সপ্তাহ পর সম্ভাব্য মেগাভূমিকম্পের জন্য জারি করা সতর্কতা প্রত্যাহার করেছে দেশটির আবহাওয়া সংস্থা। আজ এ তথ্য জানানো হয়। খবর বার্তা সংস্থা এএফপি’র।

জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) এবং অগ্নিনির্বাপণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (এফডিএমএ) জানায়, গত ৮ ডিসেম্বরের ভূমিকম্পে সর্বোচ্চ ৭০ সেন্টিমিটার, অর্থাৎ ২৮ ইঞ্চি উচ্চতার সুনামি ঢেউ সৃষ্টি হয়। এতে ৪০ জনেরও বেশি মানুষ আহত হন। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের পর জেএমএ একটি বিরল সতর্কতা জারি করে। এতে দেশটির উত্তরে ৮ মাত্রা বা তার বেশি শক্তিশালী মেগাভূমিকম্পের ঝুঁকি বেড়েছে বলে সতর্ক করা হয়।

বিজ্ঞানীরা বলছেন, ৭ মাত্রা বা তার বেশি মাত্রার ভূমিকম্পের পর সাত দিনের মধ্যে মেগাভূমিকম্প ঘটার আশংকা প্রায় এক শতাংশ। এ সতর্কতার অংশ হিসেবে বাসিন্দাদের জরুরি ব্যাগ ও প্রয়োজনীয় সামগ্রী প্রস্তুত রেখে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছিল।

জেএমএর কর্মকর্তা ইসেই সুগানুমা আজ এএফপিকে বলেন, বাসিন্দাদের জন্য জারি করা বিশেষ সতর্কতার সময়সীমা মধ্যরাতে শেষ হয়ে গেছে।