মৃত্যুর মিছিলে যোগ হলো চাঁপাইনবাবগঞ্জ: জেলায় ২জনের মৃত্যু

213

চাঁপাইনবাবগঞ্জে করোনা ভাইরাস শনাক্ত শুরু হওয়ার তিন মাসের মাথায় মৃত্যুর মিছিলে যুক্ত হলো জেলা। এখানে করোনায় আক্রান্ত হয়ে দুজন মৃত্যুবরণ করেছেন। এদের মধ্যে একজন শিবগঞ্জের গৃহিণী। অন্যজন চাঁপাইনবাবগঞ্জ নেসকোর ডিভিশন-১ এর সহকারী হিসাবরক্ষক। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। শিবগঞ্জের গৃহিণী করোনার উপসর্গ নিয়ে মারা গেলেও পরে তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী আজ বেলা ১২টায় জানান, শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের চরমোহনপুর গ্রামের মৃত আলাউদ্দিনের স্ত্রী রাবেয়া বেগম গত ১৩ জুলাই করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। এর আগে করোনা উপসর্গ থাকায় গত ১২ জুলাই তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। গত ১৬ জুলাই তার পজিটিভ রিপোর্ট আসে। অপরদিকে, গত ৫ জুলাই চাঁপাইনবাবগঞ্জ নেসকোর ডিভিশন-১ এর সহকারী হিসাবরক্ষক আতাউর রহমানের নমুনা সংগ্রহ করা হলে গত ৯ জুলাই পজিটিভ ফলাফল আসে। গত ১৬ জুলাই রাতে তাকে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে গত শুক্রবার তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতরাতে তার মৃত্যু হয়। মৃত আতাউর রহমান নওগাঁ জেলার পোরশা উপজেলার মৃত কাজী মজিরুদ্দিনের ছেলে। তার মরদেহ পোরশায় পাঠানো হয়েছে বলে সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী জানান।