Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

মুক্তি পাওয়া এমভি আবদুল্লাহতেই দেশে ফিরবেন ২১ নাবিক

দুবাই থেকে বিমানে দেশে ফেরার কথা থাকলেও সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন সোমালিয়ান জলদস্যুদের কাছ থেকে মুক্তি পাওয়া এমভি আবদুল্লাহর ২১ নাবিক। তবে, জাহাজের ২৩ নাবিকের মধ্যে দুজন বিমানে দেশে ফিরবেন।

আজ দুপুরে এসব তথ্য জানিয়েছেন জাহাজের মালিক কর্তৃপক্ষ কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী মেহেরুল করীম। তিনি বলেন, জলদস্যুদের কাছ থেকে মুক্তি পাওয়ার পর পণ্য খালাসে দুবাই যাচ্ছে জাহাজটি। আগামী ২০ এপ্রিলের মধ্যে এমভি আব্দুল্লাহর দুবাই বন্দরে পৌঁছানোর কথা ছিল। তবে, গতি কম থাকায় জাহাজটি ২২ এপ্রিল বন্দরে পৌঁছাবে।

‘জাহাজের ২৩ নাবিকের মধ্যে ২১ জনই এমভি আব্দুল্লাহতেই দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন। বাকি দুজন বিমানে বাংলাদেশে আসবেন।’ – যোগ করেন তিনি।

Exit mobile version