‘মিয়ানমার সরকারকেই রোহিঙ্গা সংকট সমাধান করতে হবে’ বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

233
‌‌‘মিয়ানমার সরকারকেই রোহিঙ্গা সংকট সমাধান করতে হবে’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মিয়ানমার সরকারের সৃষ্ট রোহিঙ্গা সংকট সে দেশের সরকারকেই সমাধান করতে হবে। আজ সোমবার চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী টানেল নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, মিয়ানমার সরকার রোহিঙ্গা সংকট তৈরি করেছে। আর এ সংকটকের সমাধানও সে দেশের সরকারকেই করতে হবে। তিনি বলেন, বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গা নাগরিকদের নিজ দেশে ফিরিয়ে নিতে সে দেশের মন্ত্রী ঢাকা সফরকালে যে প্রতিশ্রুতি দিয়েছে তা বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়কে জোরালো ভূমিকা পালন করতে হবে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, জি-টু-জি পদ্ধতিতে নির্মাণাধীন কর্ণফুলী টানেলের অর্থ ছাড়ে কোনো প্রতিবন্ধকতা নেই। টানেলের নির্মাণকাজ চলেছে। এ বিষয়ে তিনি আরো বলেন, সংযোগ সড়কসহ টানেল নির্মাণে ব্যয় হবে প্রায় সাড়ে আট হাজার কোটি টাকা। এর মধ্যে চীন সরকার দিবে প্রায় পাঁচ হাজার কোটি টাকা।