Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

মিয়ানমারে বৌদ্ধ সন্ন্যাসীসহ ২২ জনকে গুলি করে হত্যা

মিয়ানমারে ৩ বৌদ্ধ সন্ন্যাসীসহ অন্তত ২২ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। গত সপ্তাহে একটি গ্রামে এ ঘটনা ঘটেছে। সামরিক শাসনের বিরোধীরা বলেছে, এটি সেনাবাহিনী পরিচালিত বেসামরিক গণহত্যা। মিয়ানমারের জান্তার একজন মুখপাত্র জানিয়েছেন, সেনারা দক্ষিণ শান রাজ্যের পিনলাউং অঞ্চলে বিদ্রোহী যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে জড়িত ছিল। কিন্তু কোনো বেসামরিক লোকের ক্ষতি হয়নি। জান্তার মুখপাত্র জাও মিন তুন এক বিবৃতিতে বলেছেন, স্থানীয় মিলিশিয়াদের নিরাপত্তা দিতে সরকারি বাহিনী নান নেইন গ্রামে গিয়েছিল। ওই সময় কারেনি ন্যাশনালিটিজ ডিফেন্স ফোর্স (কেএনডিএফ) এবং অন্য একটি বিদ্রোহী দল গ্রামটিতে প্রবেশ করে।

Exit mobile version