মিয়ানমারের বিরুদ্ধে প্রস্তাব পাস জাতিসংঘ কমিটিতে

215

রাখাইনে রোহিঙ্গা নির্যাতনের জন্য মিয়ানমারের বিরুদ্ধে একটি প্রস্তাব পাস হয়েছে জাতিসংঘ কমিটিতে। এতে অবিলম্বে মিয়ানমার কর্তৃপক্ষকে রোহিঙ্গাদের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান শেষ করতে বলা হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের থার্ড কমিটিতে বৃহস্পতিবার পাস হওয়া এই প্রস্তাবে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে মিয়ানমার বিষয়ে একজন বিশেষ দূত নিয়োগ করতেও বলা হয়েছে। পাশাপাশি স্বেচ্ছায় রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে ফেরার বিষয়টি নিশ্চিত করতে ও তাদের পূর্ণ অধিকার দিয়ে নাগরিকত্ব দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে মিয়ানমারের প্রতি। এ ছাড়াও কমিটি রাখাইনে জাতিসংঘ প্যানেলকে অবাধে কাজ করতে দিতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। ইসলামী সহযোগী সংস্থার (ওআইসি) পক্ষে আনা এ প্রস্তাব পাস হয় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিটিতে। প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ১৩৫টি। ভোট দেয়নি ২৬ দেশ।