মিস পাকিস্তান এরিকা মিস ইউনিভার্সের সুইমস্যুট রাউন্ডে বুরকিনিতে

67

রোববার সালভাদরের রাজধানী সান সালভাদরের জোসে অ্যাডলফো পিনেদা এরিনায় অনুষ্ঠিত হয়েছে ২০২৩ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতা।২৪ বছর বয়সি পাকিস্তানি মডেল এরিকা রবিন ‘মিস ইউনিভার্স পাকিস্তান’ হিসেবে নির্বাচিত হয়ে আগেই আলোচনায় এসেছেন। এবার আলোচনায় এলেন সুইমস্যুট রাউন্ডে বুরকিনি পরিধান করে।

প্রতিযোগিতার মঞ্চে সুইমস্যুট রাউন্ডে বুরকিনিতে ‘মিস পাকিস্তান’ এরিকা রবিন। সেই ছবিই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগযোগ মাধ্যমে। এরিকা রবিনের হাত ধরে প্রথমবার মিস ইউনিভার্সের মঞ্চে আত্মপ্রকাশ করেছে পাকিস্তান। হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, গোলাপি রঙের বুরকিনিতে গোটা শরীর ঢেকে, মিস ইউনিভার্সের মঞ্চে হাজির হন এরিকা। মিস পাকিস্তানের বুরকিনি পরা ছবি এবং ভিডিও হু হু করে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এরিকা ১৯৯৯ সালের ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের করাচিতে একটি খ্রিস্টান পরিবারে জন্ম নেন। সেন্ট প্যাট্রিক গার্লস হাইস্কুলে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন তিনি। এই মডেল পাকিস্তানের চণ্ডীগড়ের সরকারি কলেজ অব কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে পড়াশোনা করেন। ২০২০ সালের জানুয়ারিতে প্রথম পেশাদার মডেল হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেন তিনি। সালভাদরে ‘মিস ইউনিভার্স‘প্রতিযোগিতায় নাম লেখানোর পর থেকেই এরিকাকে নিয়ে তোলপাড় শুরু হয় পাকিস্তানে। রোববার অনুষ্ঠিত প্রতিযোগিতায় মুকুট উঠেছে নিকারাগুয়ার শেনিস পালাসিওসের মাথায়। প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ অস্ট্রেলিয়ার মোরায়া উইলসন এবং সৌন্দর্য প্রতিযোগিতায় প্রথম রানারআপ থাইল্যান্ডের অ্যান্টোনিয়া পোরসিল্ড। ৯০টি দেশ অংশগ্রহণ করেছে এ সুন্দরী প্রতিযোগিতায়।

গত সেপ্টেম্বর মিস ইউনিভার্স পাকিস্তানের আসর পাকিস্তানের বাইরে মালদ্বীপে বসে। এ প্রতিযোগিতা নিয়ে দেশটির রাজনীতিবিদসহ অনেকেই সমালোচনা করছেন। পাকিস্তান কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া এ ধরনের আয়োজন করায় গোয়েন্দা সংস্থাকে তদন্ত করে দেখার নির্দেশনা দিয়েছেন দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ার উল হক কাকার।