মিসর থেকে পেয়ারা আমদানিতে নিষেধাজ্ঞা করেছে সৌদি

142

মিসর থেকে আমদানিকৃত পেয়ারার নমুনা পরীক্ষায় উচ্চ মাত্রার কীটনাশক ব্যবহারের আলামত মেলার পর গত মঙ্গলবার আমদানির ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যের সংবাদ পর্যবেক্ষণকারী ব্রিটিশ সংবাদ সংস্থা মিডল ইস্ট মনিটর জানায়, গত মঙ্গলবার সৌদি আরবের পরিবেশ, পানিসম্পদ এবং কৃষিবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে মন্ত্রণালয়ের সহকারি সচিব হামাদ আল বাতশান দাবি করেন, নমুনা পরীক্ষায় দেখা গেছে মিসরের পেয়ারায় যে মাত্রার কীটনাশক ব্যবহার করা হয়েছে তার মাত্রা আন্তর্জাতিক মানদ-ের চেয়ে বেশি। রিয়াদ কর্তৃপক্ষ জানায়, পরিবেশ, পানিসম্পদ এবং কৃষিবিষয়ক মন্ত্রণালয় এবং সৌদি খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ (এসএফডিএ) যৌথভাবে নমুনা পরীক্ষাটি চালিয়েছে। সৌদি বাজারে আমদানি হওয়া সব ধরনের সবজি ও ফলে কীটনাশকের মাত্রা পর্যবেক্ষণ করতে দেশজুড়ে যে কর্মসূচি বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হয়েছে এটি তারই অংশ বলে দাবি করেছে কর্তৃপক্ষ। এর আগে গত জুনেও অতিরিক্ত মাত্রার কীটনাশক ব্যবহারের কারণে মিসর থেকে স্ট্রবেরি আমদানি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল সৌদি কর্তৃপক্ষ।