মিলানে ফিরে গেলেন লুকাকু

160

গত গ্রীষ্মে ১০০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে ইন্টার মিলান ছেড়ে চেলসিতে পাড়ি জমিয়েছিলেন রোমেরু লুকাকু। যা লন্ডনের ক্লাবটির জন্য ছিল রেকর্ড। কিন্তু এই এক বছরে ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময় কাটিয়েছেন বেলজিয়াম স্ট্রাইকার। তাই বাধ্য হয়ে আবারও ইন্টারে ফিরে গেলেন তিনি।

৮ মিলিয়ন ইউরো লোনে ইন্টার মিলানের সঙ্গে আবারও চুক্তিবদ্ধ হয়েছেন লুকাকু। তথ্যটি এক ভিডিও বার্তায় নিশ্চিত করেছে ইতালিয়ান ক্লাবটি। সঙ্গে সম্ভাব্য ট্রান্সফারের শর্তও জুড়ে দেওয়া হয়েছে।

ভিডিওতে ইন্টার মিলানের প্রেসিডেন্ট স্টিভেন জাংয়ের সঙ্গে লুকাকুকে একটি ভবনের ছাদে দেখা গেছে। জাং বলেন, ‘তাহলে আমরা অনেক গোল করতে যাচ্ছি?’ জবাবে লুকাকু বলেন, ‘এ জন্যই আজ আমরা এখানে।’ এই মৌসুমে ৯০ নাম্বার জার্সি পরে খেলবেন বেলজিয়াম তারকা।