মিটফোর্ডে সোহাগ হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ

ঢাকার মিটফোর্ডে প্রকাশ্যে বিদালোকে ভাঙারি ভ্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগ হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেপ্তার করে শাস্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার বিকেলে সচেতন নাগরিকবৃন্দ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের পৃথক ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
জেলাশহরের শান্তি মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বরে হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন— জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র কেন্দ্রীয় সদস্য আসিফ মোস্তফা জামাল, এনসিপির জেলা কমিটির নেতা ওমর ফারুক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা, সাব্বির আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনিরুল ইসলাসহ অন্যরা।
মিটফোর্ড হত্যাকাণ্ডের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বিক্ষোভকারীরা।