মিচেল ওয়েনের জাদুকরী অভিষেকে অস্ট্রেলিয়ার দাপুটে জয়
একটি অভিষেক কতটা স্বপ্নময় হতে পারে, সেটাই যেন প্রমাণ করে দিলেন মিচেল ওয়েন। ক্যারিবিয়ান সাগরের গর্জনের মাঝেই ব্যাটে-বলে নিজেকে মেলে ধরলেন এই অজি ক্রিকেটার। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৭ বল হাতে রেখেই হারিয়ে ম্যাচসেরার পুরস্কার তুলে নিলেন হাতে।
জ্যামাইকার ঐতিহ্যবাহী স্যাবাইনা পার্কে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৯০ রানের লক্ষ্যে নেমে শুরুটা মোটেও মসৃণ ছিল না অস্ট্রেলিয়ার। ৭৮ রানে হারায় ৪ উইকেট। বিপদে তখন ক্যাঙ্গারুরা। কিন্তু সেখানেই হাল ধরেন অভিষিক্ত ওয়েন ও ক্যামেরন গ্রিন। দুই জনের ব্যাটে উঠে আসে ৮০ রানের ধ্বংসাত্মক জুটি। গ্রিন ২৬ বলে ৫১ রানের ঝড় তুলে ফেরেন। তবে তখনও রানের গতি থামেনি। ওয়েন ছিলেন আরও বিধ্বংসী। মাত্র ২৭ বলে করেন ৫০ রান, যেখানে ছিল ছয়টি ছক্কার মার। টি-টোয়েন্টি অভিষেকে মাত্র তৃতীয় অস্ট্রেলিয়ান হিসেবে হাফ সেঞ্চুরির কীর্তি গড়লেন তিনি। শেষদিকে বেন ডারশুইস ও শন অ্যাবটের শান্ত নেতৃত্বে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা। ৩ উইকেটের জয়ে সিরিজে শুভ সূচনা করলো অস্ট্রেলিয়া। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজ শুরুটা করে দুর্দান্ত। অধিনায়ক শেই হোপ ৫৫ রানে দলকে গতি দেন। পরে রোস্টন চেজ ৬০ ও হেটমায়ার ৩৮ রানের ইনিংস খেলে স্কোরবোর্ডে আনে আতঙ্ক। ১৫ ওভার শেষে যে ইনিংসে ২০০ পেরোনোর সম্ভাবনা ছিল, সেই ইনিংসই থেমে যায় ১৮৯ রানে। কারণ? ডারশুইস নামক ঝড়! ৩৬ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিবিয়ান মিডল অর্ডারে আঘাত হানেন তিনি। আর শেষ ৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ছন্দপতন ঘটে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে।
আন্দ্রে রাসেল, যিনি দ্বিতীয় টি-টোয়েন্টির পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন, ব্যাট হাতে ছিলেন নিস্প্রভ। মাত্র ৮ রানে থামেন তিনি। অস্ট্রেলিয়া এখন ৫ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে। তবে এই ম্যাচের কেন্দ্রবিন্দু একটাই, মিচেল ওয়েনের আগমনী বার্তা। যেটি যেন বলে দেয়, অজি ক্রিকেটে এক নতুন নক্ষত্রের উত্থান!