মা ইলিশ সংরক্ষণ অভিযানে ২২ দিনে জব্দ ৩ হাজার ৩০ মেট্রিক টন ইলিশ 

চাঁপাইনবাবগঞ্জে গত ১৩ অক্টোবর থেকে গত ৩ নভেম্বর পর্যন্ত মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞার ২২ দিনে অভিযান চালিয়ে ৩ হাজার ৩০ মেট্রিক টন ইলিশ জব্দ করা হয়েছে। এই সময়ে প্রায় ৪৬ লাখ টাকার ২ লাখ মিটার জাল, প্রায় পৌনে ২ লাখ টাকার ৩০৫টি চায়নাদুয়ারি জালও জব্দ করা হয়েছে। একই সময়ে ১৪টি মোবাইল কোর্ট পরিচালনা করা এবং ৬১টি অভিযান চালানো হয়েছে। জেলা ও উপজেলা মৎস্য অফিসের পক্ষ থেকে এসব অভিযান চালানো হয়। পাশাপাশি জেলেদের মধ্যে সচেনতা বৃদ্ধির লক্ষে বিভিন্ন স্থানে সচেতনতামূলক ১৩টি সভা-সমাবেশ করা হয়েছে। এছাড়া এই কর্মসূচির অংশ হিসেবে জেলা ও উপজেলা টাস্কফোর্স কমিটির সভা করা হয়েছে, মাইকিং করা হয়েছে, ৬০০টি পোস্টার ও লিফলেট বিতরণ করা হয়েছে, ৪০টি স্থানে ব্যানার টানানো হয়েছে, ৪৭টি মাছঘাট, ৩১০টি আড়ত, ৩২৪টি বাজার পরিদর্শন করা হয়েছে। জব্দকৃত মাছগুলো স্থানীয় মাদ্রাসা ও সরকারি শিশুপরিবারে বিতরণ করা  হয়েছে এবং জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। জেলা মৎস্য অফিসার মাহবুবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, জাতীয়ভাবে নিষেধাজ্ঞার অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জেও গত ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত করা বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।