মাসকলাই আবাদ : সদর উপজেলার ২৩০০ কৃষক পাচ্ছেন প্রণোদনা

62

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মাসকলাই আবাদের জন্য ২ হাজার ৩০০ জন কৃষক পাচ্ছেন প্রণোদনার বীজ ও সার। প্রত্যেক কৃষক ১ বিঘা জমির জন্য পাবেন ৫ কেজি বীজ, ৫ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার।
২০২১-২২ অর্থবছরে মাসকালাই ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে এই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে।
রবিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে এইসব বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা কৃষি অফিসার কানিজ তাসনোভা।
এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সলেহ আকরাম ও আনিসুল হক মাহমুদ উপস্থিত ছিলেন।