মালয়েশিয়ায় মিলল, ‘বিরল’ ২ মুখের কচ্ছপ!

231

জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বের নজর কেড়েছিল দুই মাথাসহ এক কচ্ছপছানা। তবে জন্মের পরই মারা যায় সেটি। তবে এমন দুর্লভ কচ্ছপ নিয়ে চলছে গবেষণা। গত সোমবার মালয়েশিয়ার মাবুল আইল্যান্ডে খোঁজ মেলে এই দু’মাথা সহ কচ্ছপ ছানার। উল্লেখ্য, এই সময় সুবজ কচ্ছপ প্রজননের জন্য এই সমুদ্র সৈকতগুলিতে এসে ডিম পাড়ে। এবছর প্রায় ৯০টিরও বেশি কচ্ছপ এই সৈকতে ডিম পেরেছে।  প্রসঙ্গত, এই বিরল কচ্চপ শুধু এইবার খোঁজ পাওয়া গেছে তা নয়। ২০১৪ সালে মালয়েশিয়ার পূর্ব উপকূলে মিলেছিল এমনই বিরল একটি কচ্চপ। সেটিও বেশিদিন বাঁচানো সম্ভব হয়নি। তিনমাস পরেই সেটি মারা যায়। অন্যদিকে, গ্রিন টার্টেল হল সবচয়ে বড় সমুদ্রের কচ্ছপ। প্রধাণত উষ্ণ ও নাতিষ্ণু সমুদ্রে দেখা যায়। তবে চোরাপাচারকারীদের হাতে মারা যাচ্ছেএই বিরল প্রজাতির কচ্ছপ। কচ্ছপের ডিম ও মাংস চরা দামে বাজারে বিক্রি করে মুনাফা আদায় করে পাচারকারীরা।