মালোয়েশিয়ায় ডুব

230

মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ এরইমধ্যে বাংলাদেশ ও ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আগামি ৩ নভেম্বর থেকে ছবিটি মুক্তি পাবে মালয়েশিয়ায়। খবরটি নিশ্চিত করেছেন ফারুকী নিজেই। ফারুকী জানান, মালয়েশিয়ার চারটি সিনেমা হলে ছবিটি চলবে। এগুলো হলো টিজিবি কেএলসিসি, টিজিবি জয়া, এমএমসি শাহ সেন্টার পয়েন্ট ক্ল্যাজ্ঞ, এমএমসি বুকিট জাম্বুল। এ ছাড়া ছবিটি খুব শিগগিরই ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মুক্তি পাবে।
একজন চলচ্চিত্র নির্মাতার জীবনের প্রেম, দ্বিতীয় বিয়ে, মৃত্যুসহ নানা বিষয় নিয়ে ‘ডুব’-এর গল্প। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা ইরফান খান, কলকাতার পার্ণো মিত্র, বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশা ও রোকেয়া প্রাচী। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবিটি প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজ। ছবিটির সহ-প্রযোজক ইরফান খান। গত ২৭ অক্টোবর ছবিটি মুক্তি পায়। এর আগে ২৬ অক্টোবর কলকাতায় ‘ডুব’ ছবির উদ্বোধনী প্রদর্শনী হয়। এ সময় সেখানে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, অভিনেতা ইরফান খান, অভিনেত্রী তিশা, পার্নো মিত্র ও ভারত অংশের প্রযোজক হিমাংশু ধানুকাসহ অনেকেই উপস্থিত ছিলেন।