মালয়েশিয়ায় এক কারখানা থেকেই আটক ৩০৬ বাংলাদেশি


মালয়েশিয়ায় ‘পরিচ্ছন্নতা’ সেক্টরের জন্য অনুমোদিত ওয়ার্ক পারমিট নিয়ে শিল্প কারখানায় কাজ করা সম্পূর্ণ অবৈধ। কিন্তু এই ওয়ার্ক পারমিট নিয়ে শিল্প কারখানায় কাজ করার অভিযোগে ৩০৬ বাংলাদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। গতকাল বুকিত মের্তাজামের সিম্পাং আমপাটের একটি কারখানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে জানান, গতকাল সকাল থেকে শুরু হওয়া এ অভিযানে মোট ৭৪৯ জনের কাগজপত্র তল্লাশি করা হয়েছে এবং এর মধ্যে ৩০৭ জনকে ইমিগ্রেশন আইনের অধীনে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে শনাক্ত করা হয়েছে।