মার্ভেল ভক্তদের নতুন থিওরিতে তোলপাড়

মার্ভেল ভক্তদের উত্তেজনার পারদ এখন তুঙ্গে। বহুল প্রতীক্ষিত সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ঘিরে জল্পনা-কল্পনার শেষ নেই। এরই মধ্যে তিনটি টিজার সামনে এসেছে যার মধ্যে দুটি ইতোমধ্যেই অফিসিয়ালি মুক্তি পেয়েছে। টিজারগুলোতে নতুন চরিত্র, অন্ধকারাচ্ছন্ন আবহ আর ভয়ংকর হুমকির ইঙ্গিত মিললেও, সিনেমার শেষ পরিণতি নিয়ে মার্ভেল স্টুডিও এখনও পুরোপুরি মুখ খোলেনি। তবে এই অনিশ্চয়তার মাঝেই সামাজিক মাধ্যম রেডিটে ছড়িয়ে পড়েছে একেবারেই ভিন্নধর্মী ও চাঞ্চল্যকর এক থিওরি। ভক্তদের একাংশ দাবি করছেন, অ্যাভেঞ্জার্স সিরিজের প্রতিটি সিনেমার লোগোর মধ্যেই নাকি লুকিয়ে থাকে গল্পের ফলাফল! রেডিটের সেই থিওরি অনুযায়ী, অ্যাভেঞ্জার্স লোগোর ‘A’ অক্ষরের পাশে ও নিচে থাকা সার্কেল বা বৃত্তের নকশা নাকি ইঙ্গিত দেয় শেষ পর্যন্ত অ্যাভেঞ্জার্স জিতবে, নাকি পরাজয়ের স্বাদ পাবে। আগের সিনেমাগুলোর লোগো বিশ্লেষণ করে তারা দাবি করছেন, যেসব ছবিতে সার্কেলটি সম্পূর্ণ ও ভারসাম্যপূর্ণ ছিল, সেখানে অ্যাভেঞ্জার্সের জয় নিশ্চিত হয়েছে।আর যেখানে সার্কেলটি ভাঙা, অসম্পূর্ণ বা ছায়ায় ঢাকা ছিল, সেখানে গল্পের শেষটা হয়েছে আরও অন্ধকার ও ট্র্যাজিক।এই সূত্র ধরে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ এর প্রকাশিত লোগো বিশ্লেষণ করে অনেকেই আশঙ্কা করছেন, এবার হয়তো অ্যাভেঞ্জার্সদের জন্য অপেক্ষা করছে ইতিহাসের সবচেয়ে কঠিন পরিণতি। যদিও অনেকে আবার এটিকে নিছক কাকতালীয় বলেই মনে করছেন।এদিকে মার্ভেল স্টুডিও এই থিওরি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য না করলেও, ভক্তদের আলোচনায় স্পষ্ট ডুমসডে শুধু একটি সিনেমা নয়, বরং মার্ভেল ইউনিভার্সের ভবিষ্যৎ নির্ধারণের এক বড় মোড় হতে চলেছে। সব মিলিয়ে, লোগোর ছোট্ট একটি সার্কেল ঘিরেই এখন তুমুল উত্তেজনা। সত্যিই কি মার্ভেল এত সূক্ষ্মভাবে আগাম ইঙ্গিত দেয়, নাকি সবটাই ভক্তদের কল্পনার ফসল তা জানতে হলে অপেক্ষা করতে হবে সিনেমা মুক্তি পর্যন্তই।