মার্কিন চলচ্চিত্র আমদানি কমাবে চীন

যুক্তরাষ্ট্র থেকে চলচ্চিত্র আমদানি ‘পরিমিতভাবে’ কমানোর ঘোষণা দিয়েছে চীন। আমদানি পণ্যে উচ্চমাত্রায় শুল্ক আরোপ নিয়ে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির দেশের টানাপোড়েনের মধ্যে বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছে চীনের চলচ্চিত্র প্রশাসন।

বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

চীনের চলচ্চিত্র প্রশাসনের এক বিবৃতিতে বলা হয়েছে, চীনের ওপর মার্কিন সরকারের নির্বিচারে শুল্ক আরোপের ভুল পদক্ষেপ আমেরিকান চলচ্চিত্রের ওপর আমাদের দর্শকদের অনুকূল আবেগ আরো হ্রাস করতে বাধ্য। আমরা বাজারে নীতি অনুসরণ করব। দর্শকদের পছন্দকে সম্মান করব এবং মার্কিন চলচ্চিত্র আমদানি পরিমিতভাবে কমানো হবে।’