01713248557

sm@radiomahananda.fm

LIVE
LIVE

মারা গেছেন সাবেক অধ্যক্ষ যোবদুল হক

চাঁপাইনবাবগঞ্জের কৃতী সন্তান ও শিবগঞ্জ উপজেলার নয়লাভাঙ্গা গ্রামের মরহুম জুবের আলী বিশ্বাসের দ্বিতীয় পুত্র ও নবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ যোবদুল হক মারা গেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সকাল ১০টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী এক ছেলে ও মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার একমাত্র মেয়ে সৈয়দা বদরুন্নেসা রাজশাহী বরেন্দ্র কলেজে অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। রাজশাহীতে আসর নামাজের পর তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজার নামাজ তার পৈতৃক নিবাস শিবগঞ্জ উপজেলার নয়লাভাঙা গ্রামে বাদ এশা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ যোবদুল হকের মৃত্যুতে চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্টজনরা গভীর শোক প্রকাশ করে তার রুহের মাগরিফরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।