মায়ের ওপর হামলা : গণপিটুনিতে প্রাণ গেল মাদকাসক্ত ছেলের
চাঁপাইনবাবগঞ্জে মাকে মারধর করায় গণপিটুনিতে মাদকাসক্ত ছেলের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুরহাট বাঘাইরপাড়া গ্রামে। নিহত যুবকের নাম মাহাবুবুল ইসলাম বাবু (২৮)। সে বাঘাইরপাড়া গ্রামের শীষ মোহাম্মদের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সকালে বাবু তার মাকে বেধড়ক মারধর করেন। এতে বাবুর মা আহত হন। নিজ মাকে মারধর করায় শাসন করতে গিয়ে প্রতিবেশী গণপিটুনি দিলে ঘটনাস্থালেই বাবুর মৃত্যু হয়। নিহতের মা হেনা বেগম বলেন, বাবু সকালে প্রথমে আমাকে মারধর করে। এ সময় বাবুকে তার বাবা শাসন করতে গেলে তাকেও মারধর করে। পরে তাদেরকে ছাড়াতে গেলে আমাকে ইট দিয়ে মেরে আহত করে বাবু। তিনি আরো বলেন, ছেলেকে শাসন করার জন্য স্বজনদের বললে এ সময় তারা বাবুকে শাসন করার জন্য মারধর করলে রাতে আমার ছেলে মারা যায়। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, নিহত বাবু মাদক কেনার জন্য বুধবার সকালে তার মায়ের কাছে টাকা চেয়ে না পেয়ে মাকে মারধর করে। বাবুর ইটের আঘাতে গাল ও কানে আঘাত পেয়ে আহত হয় মা। এ ঘটনার পর বুধবার রাত সাড়ে ৮টার দিকে বাড়ি ফিরে গেলে তার স্বজন ও প্রতিবেশীরা শাসনের উদ্দেশ্যে বাবুকে বেঁধে পেটায়। এতে ঘটনাস্থলেই বাবু মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে নিহতের বোন বাদী হয়ে থানায় মামলা করেন বলেও জানান ওসি মতিউর।