মায়েরা জেগে উঠলে সমাজ পরিবর্তন হবে বলেছেন, চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক

মেয়েরা মায়ের জাতি, তারা জেগে উঠলেই সমাজ পরিবর্তন হবে বলেছেন চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় সরকার শাখার উপপরিচালক দেবেন্দ্রনাথ উঁরাও। আজ বিকেলে বালিয়াডাঙ্গা ইউনিয়নের চম্পতলায় আদিবাসীদের সমস্যা সমাধানভিত্তিক কমিউনিটি সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আপনাদের সন্তানকে প্রতিষ্ঠিত না করে বিয়ে দিবেন না। আমার সমাজ, আমার রাষ্ট্র পরিবর্তন করতে হলে পরিবার থেকেই শুরু করতে হবে। পরিবারে মা হিসেবে মেয়েদের বিয়ে ১৮ বছরের আগে দেওয়া যাবে না। আপনারা সামনে এগোতে চাইলে বাল্যবিয়েকে না বলতে হবে। বাল্যবিয়ে প্রতিরোধে প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে সর্বাত্বক সহযোগিতার আশ্বাস দেন তিনি। কমিউনিটি সংলাপে বিশেষ অতিথি ছিলেন- সদর উপজেলার নির্বাহী অফিসার মোসা. তাছমিনা খাতুন। অনুষ্ঠানে বিশেষ অতিথির তিনি বলেন, এই এলাকায় সরকারি খাস জমির তথ্য আমাদের দিলে, সেখানে শ্মশান স্থাপনে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে। এছাড়াও বাল্যবিয়ে প্রতিরোধে আদিবাসী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করার প্রতি গুরুত্বারোপ করেন। কমিউনিটি সংলাপে আদিবাসীরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। সমস্যাগুলোর মধ্যে ছিল- আদিবাসীদের জীবনমান উন্নয়নে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধার প্রদান করা, বাল্যবিয়ে প্রতিরোধে সহায়তা করা, আদিবাসী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা, ভূমিহীন আদিবাসীদের আশ্রয়ন প্রকল্পের আওতায় পুনর্বাসন করা ও সরকারি খাস জমিতে আদিবাসীদের শ্মশানের ব্যবস্থা করা। এসব সমস্যা সমাধানে প্রধান অতিথির সহায়তা কামনা করেন আদিবাসী নেতৃবৃন্দ। এসময় প্রধান অতিথি সমস্যাগুলো সমাধানে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাবু ডাইং আদিবাসী আলোর পাঠশালা’র সহকারি শিক্ষক বিমল হাসদা।
প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক (প্রশিক্ষণ) আব্দুস সালামের সঞ্চলনায় অনুষ্ঠিত কমিউনিটি সংলাপে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- দৈনিক গৌড় বাংলার ব্যবস্থাপনা সম্পাদক আজিজুর রহমান শিশির, সাংবাদিক মেহেদি হাসান, ওয়ার্ল্ড ভিশন এসএসবিসি প্রকল্পের প্রতিনিধি আব্দুর রহিম, রেডিও মহানন্দার টেকনিক্যাল অফিসার রেজাউল করিম, প্রযোজক নয়ন আলী, সহকারী প্রযোজক সোনিয়া শীল ও উম্মে আয়েশা সিদ্দিকা। উল্লেখ্য, প্রোমোটিং দ্য ভয়েস অব প্লেইনল্যান্ড এথনিক মাইনোরিটিজ ইন সিভিক স্পেস থ্রু কমিউনিটি মিডিয়া বিষয়ক প্রকল্পের আওতায় অনুষ্ঠিত কমিউনিটি সংলাপটি রেডিও মহানন্দায় ‘সেতু বন্ধন’ শীর্ষক অনুষ্ঠানে সম্প্রচারিত হবে। ফ্রি প্রেস আনলিমিটেডের আর্থিক সহায়তায় সমষ্টি’র বাস্তবায়নে এই কমিউনিটি সংলাপের আয়োজন করে রেডিও মহানন্দা। উল্লেখ্য, সমতলের আদিবাসীদের সংস্কৃতি সংরক্ষণ ও জীবনমান উন্নয়নে চাঁপাইনবাবগঞ্জে এই প্রকল্পটি বাস্তবায়ন করছে রেডিও মহানন্দা। এছাড়াও সাতক্ষীরায় রেডিও নলতা ও মৌলভীবাজারে রেডিও পল্লী কণ্ঠ এই প্রকল্পটি বাস্তবায়ন করছে এবং এই প্রকল্পে সমন্বয়ক হিসেবে কাজ করছে গণযোগাযোগ ও সাংবাদিকতা উন্নয়ন বিষয়ক সংস্থা ‘সমষ্টি’।