মামলার সংখ্যা কমাতে বিচারক ও আইনজীবীদের আরও আন্তরিক হতে হবে

319

কুমিল্লায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, জনসংখ্যা বাড়ার সাথে সাথে মামলার সংখ্যাও বাড়ছে। সে অনুযায়ী মামলার নিষ্পত্তি হচ্ছে না। এর জন্য দায়ী অপর্যাপ্ত বিচারক ও এজলাস সংকট। মামলার সংখ্যা কমাতে বিচারক ও আইনজীবীদের আরো আন্তরিক হতে হবে। আদালতের কর্মঘণ্টার পূর্ণ ব্যবহার করতে হবে এবং আইনজীবীদের মামলার বার বার শুনানির প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। আজ কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নবনির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বিচারপতি এসব কথা বলেন।