মাদরাসা শিক্ষার সম্প্রসারণ ও মানোন্নয়নে উদ্যোগ নেওয়া হয়েছে: নূরুল হক

সারাদেশে মাদরাসা শিক্ষার সম্প্রসারণ ও মানোন্নয়নের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিঞা মো. নূরুল হক।

শনিবার চাঁপাইনবাবগঞ্জ শহরের শহীদ সাটু হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাবালুন নূর আল জামিয়াতুল ইসলামিয়ার উদ্যোগে হিফজুল হাদিস পাঠ প্রতিযোগিতা ও হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সম্মাননা সম্মেলন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অধ্যাপক মিঞা মো. নূরুল হক বলেন, বিগত সময়ে বিভিন্ন আইনি জটিলতার কারণে মাদরাসা শিক্ষার বিস্তার বাধাগ্রস্ত হয়েছিল। বর্তমানে নতুন বিধিমালা–২০২৫ সংশোধনের মাধ্যমে শর্ত শিথিল করা হয়েছে এবং মাদরাসা প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় জমির পরিমাণ কমানো হয়েছে। এ শিথিল নীতির আওতায় নতুন নতুন মাদরাসার অনুমোদন দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রাইভেট পর্যায়ের মাদরাসাগুলোকে উৎসাহিত করা হচ্ছে এবং সেখান থেকে ভালো ফলাফলও পাওয়া যাচ্ছে।

তিনি আরও বলেন, ব্রিটিশ আমলে এ দেশে মাদরাসা শিক্ষা বন্ধ করে দিয়ে একটি সেক্যুলার শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছিল, যেখানে মানুষের নৈতিক ও আদর্শিক গঠনের সুযোগ কম ছিল। শুধু ডিগ্রিনির্ভর শিক্ষা নয়, চরিত্রবান মানুষ গড়ে তুলতে মাদরাসা শিক্ষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে জাবালুন নূর আল জামিয়াতুল ইসলামিয়ার সভাপতি মাওলানা আবু জার গিফারীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন জামায়াত নেতা অধ্যাপক রফিকুল ইসলাম, মো. আবু বকর, মো. আব্দুল আলিম, মো. গোলাম রব্বানীসহ অন্যান্য অতিথিবৃন্দ।