মাটি খুঁড়ে বের করা হয়েছে ২ হাজার বছর আগের শত শত সমাধি
প্রায় প্রতি বছরই মাটি খুঁড়ে প্রাচীন সভ্যতার ইতিহাসের নানা ধ্বংসাবশেষ আবিষ্কার করে থাকেন প্রত্নতত্ত্ববিদরা। মাটির নিচে চাপা পড়ে আছে মানবজাতির হাজার হাজার বছরের অনেক অজানা রহস্য। প্রত্নতাত্ত্বিকরা মাটি খুঁড়ে চলেছেন এ রহস্য জানার আকাঙ্ক্ষা থেকেই। আর মাটি খুড়তে খুড়তেই প্রায়ই বেরিয়ে আসে প্রাচীন নিদর্শন। দুই হাজার বছরেরও বেশি পুরনো চার শতাধিক সমাধি উদঘাটন করেছেন প্রত্নতাত্ত্বিকরা।ঘটনাটি ঘটেছে উত্তর চীনের মাটি খনন করে। চীনের উত্তরাঞ্চলের শানসি প্রদেশে এক বছরেরও বেশি সময় ধরে খনন কাজ চালাচ্ছে প্রাদেশিক প্রত্নতাত্ত্বিক বিভাগ ইনস্টিটিউট অব আর্কিওলজি।
এই স্থানেই ৪৭৫-২২১ খ্রিস্টপূর্ব সময়কালের ৪৪৫টি সমাধি মাটি খুঁড়ে বের করা হয়েছে। এ সমাধিগুলোর মধ্যদিয়ে দুই হাজার বছর আগেকার মানুষের শেষকৃত্য ও অন্যান্য আচার-অনুষ্ঠান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। প্রাচীন সমাধিগুলো লিনফেন শহরের জুয়েজুয়াং গ্রামের প্রায় ৫০০ মিটার উত্তরে পাওয়া গেছে। সমাধিগুলো ছোট বা মাঝারি আকারের। এতে ৭০০টিরও বেশি সাংস্কৃতিক নিদর্শন পাওয়া গেছে। যার মধ্যে ব্রোঞ্জের পাত্র, লোহার পাত্র, মৃৎপাত্র, জেড পাথর ও হাড়ের তৈরি বস্তু রয়েছে বলে জানায় শানসির ইনস্টিটিউট অব আর্কিওলজির একজন গবেষক ডুয়ান শুয়াংলং। ডুয়ানের ধারণা এ সমাধিগুলো কিন রাজবংশ (২২১-২০৭ খ্রিস্টপূর্ব) সময়কালের। এ সমাধিগুলোর মধ্যদিয়ে মানুষ ওই সময়ের সাংস্কৃতিক বিবর্তন সম্পর্কে আরও গভীরভাবে জানতে পারবে।