মাঝরাতে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করলেন সদর ইউএনওর 

‎চাঁপাইনবাবগঞ্জে রাতে যখন তীব্র শীতে ছিন্নমূল মানুষের জীবন কাঁপছে তখন শতাধিক কম্বল নিয়ে হাজির হলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন। গতকাল ‎রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শান্তির মোড়, বড় ইন্দারা মোড়, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল মোড় ও রেলওয়ে স্টেশন এলাকায় এসব কম্বল বিতরণ করেন তিনি।
সেখানকার নাইটগার্ড, ডিম বিক্রেতা, চা বিক্রেতা, রিকশাচালক, অটোরিকশা চালক এবং রেলওয়ে স্টেশনের ভাসমান মানুষের হাতে কম্বল তুলে দেয়া হয়। এসময় তার সঙ্গে ছিলেন— সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হক নাহিদ, সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইয়াসিন আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাহিনুর আলম, সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, সদর উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক হাবিবুর রহমান, জাইকা কর্মকর্তা ইমরান আলী, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আব্দুল ওহাব।
‎চলমান প্রচণ্ড শৈত্যপ্রবাহে অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষকে সহযোগিতার জন্য সমাজের সচ্ছল ও বিত্তবানদের এগিয়ে আশার অনুরোধ জানান সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন।