সদর উপজেলার মহারাজপুরে মাদক কারবারি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে বিদেশি মদ পরিবহনকালে শরীফ নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার ব্যক্তি সদর উপজেলার মহারাজপুর পুকুরটলি এলাকার শফিকুল ইসলামের ছেলে মো. শরীফ। র‌্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রাত ৮টার দিকে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ফিল্ডেরহাট ঈদগাহের উত্তর পাশে পাকা রাস্তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩ বোতল বিদেশি মদ ও নগদ ২ হাজার ৭’শ ৫০ টাকা উদ্ধার করা হয়। এঘনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সদর মডেল থানায় আসামীকে হস্তান্তর করা হয়েছে।