মহানন্দা সেতু থেকে নদীতে ঝাঁপ: নিখোঁজ তরুনের মরদেহ ১৩ ঘন্টা পর উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ শহর প্রান্তের পুরাতন মহানন্দা সেতুর (বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর সেতু) উপর থেকে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ শামীম নামে তরুনের মরদেহ প্রায় ১৩ ঘন্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সোয়া ৮টার দিকে নদী থেকে মরদেহ উদ্ধার হয়। এর আগে গতকাল সন্ধ্যা পৌনে ৭টার দিকে সেতুর মাঝামাঝি অংশ থেকে রেলিং টপকে নদীতে ঝাঁপ দেয় ওই তরুন। সে চাঁপাইনবাবগঞ্জ শহরের টিকরামপুর উত্তরপাড়া মহল্লার মো: জালালের ছেলে এবং টিকরামপুর দারুল উলুম মাদ্রাসা থেকে চলতি বছরের দাখিল পরীক্ষা দিচ্ছিল। তার দুটি পরীক্ষা বাকী ছিল। সূত্রগুলো আরও জানায়, প্রেমঘটিত কারণে শামীম নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে বলে ধারণা করা হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের ইনচার্জ হারুনুর রশিদ বলেন, ওই তরুন নদীতে ঝাঁপ দেয়ার সাথে সাথে লোকজন চিৎকার-চেঁচামেচি শুরু করলে নদীতে নৌকা নিয়ে থাকা মাঝিরা এগিয়ে গিয়ে ওই তরুনকে উদ্ধারে তৎপরতা শুরু করে। তবে তাঁকে রাতে উদ্ধার করা যায় নি। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তানর করেছে। এঘটনায় থানায় একটি অপমৃুত্য মামলা হয়েছে।