01713248557

মহানন্দায় শিশুর মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদী থেকে মোবাশ্বির ওরফে রাব্বি নামের আড়াই বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মারা যাওয়া শিশু জেলার শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের বলিহারপুর গ্রামের মো. মোজাফর আলীর ছেলে। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের মহানন্দা নদীর রাবারড্যামের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, গত রবিবার বেলা ১১টার দিকে সকলের অগোচরে বাড়ির পাশে মহানন্দা নদীতে পড়ে ডুবে যায় শিশু রাব্বি। তাকে অনেক খুঁজেও পাওয়া যায়নি। শিশু রাব্বির মরদেহ ভাসতে ভাসতে রাবারড্যামের কাছে চলে আসে। এদিকে সোমবার সকাল সাড়ে ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের মহানন্দা নদীর রাবারড্যামের পাশে রাব্বির মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়া স্থানীয়রা। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
সদর থানার অফিসার ইনচার্জ মেহেদি হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।