মহাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবক সমাবেশ
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মহাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা সোয়া ১১টায় বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন। অনুষ্ঠানে বক্তব্য দেন, স্থানীয় ব্যক্তি অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, মহাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোশারফ হোসেন, মহাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামাল উদ্দিন, গোলাম কবির, পরীক্ষার্থীদের মধ্যে মাহমুদা তাসমিম। অনুষ্ঠান উপস্থাপনা করেন সহকারী শিক্ষক মহাদেব কুমার পাল ও খাদিজাতুল কুবরা।
এসময় বক্তারা বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীরা পড়ালেখার তুলনায় স্মার্টফোনে আসক্ত হয়ে পড়েছে বেশি। বিদ্যালয়েও ঠিকমত যাচ্ছে না। এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীদের পড়ালেখায় এগিয়ে নিয়ে ভালো ফলাফল আনতে বিদ্যালয়েই কোচিং ব্যবস্থার আয়োজন করা হয়েছে। এটি হবে সম্পূর্ণ বিনামূল্যে। বিদ্যালয়ের শিক্ষকগণ শিক্ষার্থীদের এগিয়ে নিতে প্রতিদিন বিদ্যালয়েই পাঠদান করাবেন। তাই সকল পরীক্ষার্থীকে নিয়মিত বিদ্যালয়ে এসে পাঠ নিতে হবে। এক্ষেত্রে অভিভাবকদেরও এগিয়ে আসতে হবে। তাঁরা যেন পরীক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানোর ব্যবস্থা করেন, সে ব্যাপারে অনুরোধ জানানো হয়।