মহাকালের সাক্ষী ঊনকোটি পাহাড়।

293
সনাতন ধর্মাবলম্বীদের কাছে ভারতের ত্রিপুরা রাজ্যের ঊনকোটি পাহাড়ট তীর্থস্থান হিসেবে পরিচিত। এটি পাথরে তৈরি বৃহৎ আকৃতির দেবদেবীর জন্য বিখ্যাত। ভারতের সেভেন সিস্টারের অন্যতম ত্রিপুরা রাজ্যের কৈলাসহর লাগোয়া এই পাহারের নামেই জেলাটির নাম হয় ঊনকোটি। ঊনকোটি অর্থ এক কোটি থেকে এক কম। ভারতের আইজল সার্কেলের প্রত্নতাত্ত্বিক গবেষকদের মতে, এখানে পৌরাণিক দেবদেবীদের মধ্যে শিব, গৌরী, পার্বতী, গঙ্গা, গনেশ, বিষ্ণু, নৃ:সিংহ, হরহরি, হিরিম্বা, হনুমান এবং গজমুখী মূর্তি রয়েছে। তাছাড়া পাহাড়চূড়ায় বিভিন্ন মন্দিরের ধ্বংসাবশেষ এবং শিবসহ অন্য দেবদেবীর মূর্তি দেখে বোঝা যায় প্রাচীনকালে এখানে মন্দির ছিল। লোকমুখে প্রচলিত আছে, এক রাতে শিব কাশি যাওয়ার পথে তার সাথীদের বলেন, পরদিন সূর্য উদয়ের আগে তারা যাত্রা করবেন। কিন্তু পরদিন তিনি একাই জেগে ওঠেন এবং সূর্য উদয় হচ্ছে দেখে তিনি রেগে গেলে সবাই পাথর হয়ে যায়। তবে ধর্মীয় আবেগের পাশাপাশি এই জায়গার রয়েছে পর্যটন ও প্রত্নতাত্ত্বিক মূল্য। পাহাড়ে ওঠার জন্য রয়েছে আঁকাবাঁকা সিঁড়ি, রয়েছে দৃষ্টিনন্দন কলকল শব্দে অবিরত প্রবাহমান ঝর্ণা। এসব দৃশ্য দেখতে ভক্তদের পাশাপাশি সারাবছরই এখানে থাকে ভ্রমণ পিপাসুদের আনাগোনা।