মমতাজউদদীন আহমদ স্মরণে জেলা প্রশাসনের শোক সভা

193

ভাষা সৈনিক, প্রখ্যাত নাট্যকার, নির্দেশক ও অভিনেতা জেলার কৃতী সন্তান অধ্যাপক মমতাজউদদীন আহমদ স্মরণে চাঁপাইনবাবগঞ্জে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ শোকসভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এ জেড এম নূরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, সিভিল সার্জন ডা. সায়ফুল ফেরদৌস মো. খায়রুল আতাতুর্ক, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনিম-উদ-দৌলা চৌধুরী। বক্তারা বলেন, প্রয়াত অধ্যাপক মমতাজউদদীন আহমদ ছিলেন প্রগতিশীল ধারার একজন প্রথিতযশা মানুষ। মেধাশক্তি প্রখর থাকায় দেশ-বিদেশে প্রচুর নাম কুড়িয়েছেন তিনি। তার মতো একজন গুণী মানুষকে আমরা হারিয়েছি। পরে, তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন কোর্ট জামে মসজিদের ইমাম মাওলানা মোজাম্মেল হক। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) দেবেন্দ্র নাথ উরাঁও, শিবগঞ্জ পৌরসভার মেয়র কারিবুল হক রাজিন, নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান, সদর উপজেলা চেয়ারম্যান মোখলেশুর রহমান, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ভোলাহাট উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন, নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের ও উপজেলা নির্বাহী কর্মকর্তাগণসহ স্থানীয় সাংস্কৃতিকমনা গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।