মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, শুধু তৌহিদী জনতা নয়, মব সৃষ্টিকারী সব জনতার বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হচ্ছে। মবের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। আজ রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ডের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দুর্নীতি প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এই ৬ মাসে দুর্নীতি অনেক কমেছে, তবে তা সহনীয় পর্যায়ে আসেনি। দেশের প্রতিটি সেক্টরেই দুর্নীতি আছে, দুর্নীতি কমাতে পারলে দেশকে দ্রুত এগিয়ে নেয়া সম্ভব। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ ভেরিফিকেশন জনগণের ভোগান্তি রোধে তুলে নেওয়া হয়েছে। রোহিঙ্গারা যাতে এনআইডি না পায় সেজন্য ব্যবস্থা নেয়া হবে আর যারা পেয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।