ভারতে মন্দিরে পদদলিত হয়ে ৯ জনের মৃত্যু, আহত ১৭

ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার কাশিবুগ্গা এলাকায় নবনির্মিত ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদদলিত হয়ে অন্তত ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আট নারী ও এক শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৭ জন। একাদশী উপলক্ষে আয়োজিত বিশেষ পূজার সময় আজ ভোরে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। এ সময় শত শত ভক্ত মন্দিরে ভিড় জমায়। রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু গভীর শোক প্রকাশ করে আহতদের যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছেন। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পদদলিতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারকে প্রতিজনকে ২ লাখ রুপি ও আহতদের ৫০ হাজার রুপি করে অনুদান ঘোষণা করেছেন।