মনাকষা সীমান্তে বিজিবি’র অভিযানে ফেনসিডিলসহ তরুন আটক

শিবগঞ্জ উপজেলার মনাকষা সীমান্তে বিজিবি’র অভিযানে ২৯ বোতল ফেনসিডিলসহ জাহিদুল হক নামে এক তরুন আটক হয়েছে। এ ঘটনায় জব্দ হয়েছে চোরাচালানে ব্যবহৃত একটি অটোরিক্সা। আজ সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিজিবি’র প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বিকেল সাড়ে ৩টার দিকে মনাকষা বিওপি’র একটি বিশেষ টহল দল মনাকষা ইউনিয়নের হাঙ্গারীপাড়া গ্রামে মাদকবিরোধি অভিযান চালায়। এ সময় হাঙ্গাড়ী মোড়ে একটি অটোরিক্সা তল্লাশী করে চালকের সীটের নিচ থেকে ২৯ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এসময় চালক জাহিদুল আটক হয়। সে শিবগঞ্জের দক্ষিন উজিরপুর রাধাকান্তপুর গ্রামের কামাল উদ্দিনের ছেলে। চাঁপাইনবাবগঞ্জ ৫৩বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনির-উজ-জামান জানান, আটক তরুনকে শিবঘঞ্জ থানায় জব্দ মালামালসহ হস্তান্তর করা হবে।