মধ্য তুরস্কে নতুন শক্তিশালী ভূমিকম্প

106

 

মধ্য তুরস্কে নতুন একটি শক্তিশালী ভূমিকম্পের খবর পাওয়া গেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ বলছে, গোলবাসি শহরের কাছে ১০ কিলোমিটার গভীরে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। আল জাজিরার খবরে এ কথা বলা হয়েছে। এদিকে, ফ্রান্স ভিত্তিক ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিস মোলজিক্যাল সেন্টার ইএমএসসি জানিয়েছে, গোলবাসির কাছে ভূমিকম্পের শক্তি ছিল ৫ দশমিক ৬। এটি ভূ-পৃষ্ঠের দুই কিলোমিটার গভীরে ছিল। উভয় সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় আজ মধ্যরাত ৩টা ১৩ মিনিটে কম্পনটি হয়েছিল। তবে আল জাজিরার প্রতিবেদনে এর কোনো বিস্তারিত বলা হয়নি। শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় প্রাণহানি ৪ হাজার ৩৫০ ছাড়িয়েছে। যদিও ডব্লিউএইচও বলছে, প্রাণহানির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে। গতকাল তুরস্কে শক্তিশালী দুটি ভূমিকম্প আঘাত হানে। প্রথমটি আঘাত হানে ভোরের দিকে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৮। দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে দুপুরের দিকে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৬। এরপর আজ মধ্যরাতেও মধ্য তুরস্কে নতুন একটি শক্তিশালী ভূমিকম্পের খবর পাওয়া গেল। এদিকে ভূমিকম্পের শিকার দেশ দুটির জন্য অনেক দেশই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।