মতবিনিমিয় সভা জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের

চাঁপাইনবাবগঞ্জে এনজিও, সিএসও, সাংবাদিক প্রতিনিধিদের সাথে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলাশহরের বেলেপুকুরে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নকীব হোসেন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি প্রফেসর সুলতানা রাজিয়া। এ সময় উপস্থিত ছিলেন— সনাকের প্রতিনিধি গোলাম ফারুক মিথুন, সূর্যের হাসি ক্লিনিকের ক্লিনিক ম্যানেজার শামীমা খাতুন, ব্র্যাকের জেলা সমন্বয়কারী মোমেনা খাতুনসহ অন্যরা। মতবিনিময় সভা পরিচালনা করেন প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ। এছাড়াও জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহসভাপতি বাবর আলী ও বিলকিস আরা মহুয়া, স্বাস্থ্য সংগঠন বিষয়ক সম্পাদক শাহনাজ পারভীন, তথ্যায়ন ও গবেষণা সম্পাদক সাজিদ তৌহিদ, সদস্য মোস্তাক হোসেন, জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সমন্বয়কারী রাফিউল ইসলামসহ অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। সভায় জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সদস্যদের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল পরিদর্শনসহ স্বাস্থ্য সংক্রান্ত অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়। বাংলাদেশ হেলথ ওয়াচ ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সহযোগিতায় এই মতবিনিময় সভার আয়োজন করে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম। পরে একই স্থানে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও যুব ফোরামের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।