মক্কার কাবা চত্বরে চালু হলো ব্রেসলেট সেবা

সৌদি আরবের মক্কায় অবস্থিত পবিত্র গ্র্যান্ড মসজিদে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববির কার্যক্রম তত্ত্বাবধানকারী জেনারেল অথরিটি। এ উদ্যোগের আওতায় মসজিদে প্রবেশের সময় শিশুদের হাতে বিশেষ পরিচয় ব্রেসলেট পরিয়ে দেওয়া হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ব্রেসলেটটিতে শিশুর অভিভাবকের যোগাযোগের তথ্য সংযুক্ত থাকবে। ফলে কোনো শিশু ভিড়ের মধ্যে হারিয়ে গেলে বা পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লে দ্রুত তার পরিচয় শনাক্ত করে অভিভাবকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হবে।

এই ব্যবস্থা একটি সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে চালু করা হয়েছে। জরুরি পরিস্থিতিতে দায়িত্বপ্রাপ্ত কর্মীরা যাতে দ্রুত ও কার্যকরভাবে কাজ করতে পারেন, সে লক্ষ্যেই উদ্যোগটি নেওয়া হয়েছে।

গ্র্যান্ড মসজিদের কিং আবদুল আজিজ গেট ও কিং ফাহদ গেট (গেট নম্বর ৭৯)-সহ গুরুত্বপূর্ণ কয়েকটি প্রবেশপথে এসব পরিচয় ব্রেসলেট বিতরণ করা হচ্ছে। সেখানে দায়িত্বরত কর্মীরা অভিভাবকদের প্রয়োজনীয় যোগাযোগ তথ্য সহজে নিবন্ধনে সহায়তা করছেন।

বিশেষ করে ওমরাহ মৌসুম ও হজের সময় মুসল্লিদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। এ সময় শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সব অভিভাবককে এই সেবা গ্রহণের জন্য উৎসাহিত করেছে কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষের ভাষ্য, এ উদ্যোগের মাধ্যমে একদিকে অভিভাবকদের মানসিক নিশ্চয়তা দেওয়া হবে, অন্যদিকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানে শিশুদের নিরাপত্তার সর্বোচ্চ মান নিশ্চিত করা সম্ভব হবে।