ভ্রাম্যমাণ আদালত বিষয়ে হাইকোর্টের রায় আরো পাঁচ সপ্তাহ স্থগিত

369
নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ (মোবাইল কোর্ট) আদালত পরিচালনা অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় আরো পাঁচ সপ্তাহ স্থগিত করা হয়েছে। রাষ্ট্রপক্ষে সময়ের আবেদনের প্রেক্ষিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্‌হাব মিঞার নেতৃত্বে পাচঁ সদস্যের আপিল বিভাগ বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেয় (এডজরনড টু ৬ ডিসেম্বর)। ফলে এ সময় পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় কোন আইনি বাধা নেই বলে জানান আইনজীবীরা। এর আগেও বিষয়টি নিয়ে হাইকোর্ট রায়ে আরো কয়েক দফা স্থগিতাদেশ দেয়া হয়। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন এটর্নি জেনারেল মাহবুবে আলম। রিটকারীদের পক্ষে ছিলেন ব্যারিস্টার হাসান এম এস আজিম। এটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপক্ষে ছয় সপ্তাহের সময়ের আবেদন জানিয়েছিলাম। আদালত পাঁচ সপ্তাহ সময় দিয়েছেন। বিষয়টি নিয়ে আগামী ৬ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।