Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

ভ্রমনে শেষ মুহুর্তের প্রস্তুতি নিয়েছেন তো?

বছরের এ সময়টা ঘুরতে যাওয়ার জন্য চমৎকার। তাই অনেকেই পরিকল্পনা করে থাকেন এ সময়টায় ঘুরতে যাবেন দেশ কিংবা দেশের বাইরে কোথাও। ঘুরতে যেখানেই যান না কেন লাস্ট মিনিট প্রিপারেশন বা শেষ মুহূর্তের প্রস্তুতি বলে একটা বিষয় রয়েছে। জেনে নিন বেড়াতে যাবার আগে শেষ মুহুর্তের প্রস্তুতি নিয়ে কিছু প্রয়োজনীয় টিপস:

প্রথমেই ভ্রমনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র বা ডকুমেন্টস যেমন – পাসপোর্ট, ভিসা, টিকেট ও আপনার ব্যাক্তিগত তথ্যের জন্য পরিচয়পত্র ইত্যাদি গুছিয়ে নিজের কাছে রাখুন। যেদিন ফ্লাইট বা রওনা দিবেন তার আগের রাতে একবার পুনরায় চেক করে নিন সব ঠিক আছে কি না। ছোট অনুষঙ্গ যেমন- ক্যাপ, গ্লাভস, সানগ্লাস ইত্যাদি ঠিকঠাক নিয়েছেন কি না তা দেখে নিন। ছোট ছোট অনেকগুলো ব্যাগ না নিয়ে চেষ্টা করুন একটি বড় ব্যাগে সবকিছু একবারে গুছিয়ে নিতে । এতে জিনিসপত্র হারাবার ঝুঁকি কম থাকে। অনেক সময় ছোটোখাটে দুর্ঘটনায় হাতের কাছে প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় না। এজন্য জরুরী প্রয়োজনে ব্যবহারের জন্য একটি ফার্স্ট এইড বক্স ও প্রয়োজনীয় ওষুধ রাখুন সাথে। ফোনের চার্জার, হেডফোন, পাওয়ার ব্যাংক, পানির বোতল এসব জিনিস হাতের বা কাঁধে ঝোলানো ব্যাগে রাখুন। এতে প্রয়োজনে চট করে ব্যাবহার করা যাবে ট্রাভেল এজেন্সির মাধ্যমে ভ্রমন করলে, গাইডের কাছে থেকে আগেই জেনে নিন ভ্রমনের বিস্তারিত তথ্য ।

Exit mobile version