ভোলাহাট সীমান্তে ৩১৯০ পিস নেশাজাতীয় ট্যাবলেট জব্দ

ভোলাহাট উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে ৩ হাজার ১৯০ পিস ভারতীয় নেশাজাতীয় ‘টেনসিউইন’ নামক ট্যাবলেট জব্দ হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয় নি। বিজিবি জানায়, গতকাল গভীর রাতে গোপন খবরের ভিত্তিতে চাঁনশিকারী বিওপির একটি টহল দল ভোলাহাট সদর ইউনিয়নের চামুচা গ্রামের গড়ের মাঠ নাম স্থানে একটি আখক্ষেতে অভিযান চালায়। অভিযানে প্লাস্টিকের বস্তায় রাখা ৩ হাজার ১৯০ পিস টেনসিউইন ট্যাবলেট পাওয়া যায়। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের (৫৯বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, জব্দকৃত ট্যাবলেট ভোলাহাট থানায় জমা করা হবে।