Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

ভোলাহাট উপজেলায় তিন দিন ব্যাপী কৃষি মেলার

ভোলাহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১৩ থেকে ১৫ জুন পর্যন্ত তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করেন ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম। উপজেলা পরিষদ চত্বরের এ মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক রাব্বুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির। ভোলাহাট উপজেলার কৃষি কর্মকর্তা সুলতান আলীর তত্বাবধানে মেলার যাবতীয় কার্যক্রম ও ব্যবস্থাপনা পরিচালিত হয়। মেলায় দেশীয়, স্থানীয় ও উচ্চ ফলনশীল জাতের কৃষি পণ্যের সমাহার দেখা গেছে। বিশটি স্টল এই মেলায় অংশ নেয়। মেলায় সবজির মধ্যে উল্লেখযোগ্য হলো চিচিংগা, ঝিংগা, করলা, কুমড়া, পটল, ডাড়ি, শশা, লাউ, কোদমা,লালমি, ঢেড়শ, বিভিন্ন ধরনের শাক এবং ফলের মধ্যে আম, কলা, জাম, কামরাঙ্গা, কাঠাল, সাফাটু, আতা, আমড়া, খেজুর,আঙ্গুর, আনারস, কমলা, লেবু, তালকুর, ডালিম, স্ট্রবেরি, পেয়ারা, এবং বিভিন্ন দেশী ও বিদেশি জাতের কৃষি ফসল ছিল অন্যতম। এ ছাড়াও কৃষি নির্ভর অনেক বিষ ও বীজ কোম্পানির উদ্যোক্তারা এই মেলায় অংশ গ্রহণ করে।

Exit mobile version