ভোলাহাটে ৫ মিনিটেই বিদ্যুৎ সংযোগ

230

চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ভোলাহাট সাব-জোনাল অফিসের উদ্যোগে ৫ মিনিটে বিদ্যুৎ সংযোগ প্রদান কার্যক্রম ২২ জানুয়ারী আজ অর্ধদিবস পরিচালনা করা হয়। শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ শ্লোগানে আলোর ফেরিওয়ালা প্রকল্পের আওতায় এ কার্যক্রম পরিচালিত হয়। এ দিন উপজেলার বিভিন্ন এলাকার ৪জন গ্রাহক আবেদন করলে ওয়্যারিং সম্পন্ন করে ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন ফি ও জামানতের অর্থ প্রদান করলে ৫ মিনিটেই মিলছে নতুন সংযোগ। ভ্যানে করে আলোর ফেরিওয়ালা ব্যানার ছুলিয়ে গোহালবাড়ী গ্রাম মেডিকেলমোড়, বাহাদুরগঞ্জ বাজার ও বংপুতা গ্রামসহ উপজেলার মোট ২৩জন গ্রাহক এ সুবিধা পেয়েছেন। দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলে। বিদ্যুৎ সংযোগ নিতে কোন হয়রানি ছাড়াই আবাসিক সংযোগের জন্য ৫শত ৬৫ টাকা ও আবাসিক সংযোগের জন্য ৯শত ৬৫ টাকা প্রদান করে বিদ্যুৎ সংযোগ নিয়েছে। বাহাদুর গঞ্জ বাজার গ্রামের আব্দুল মালেক আবেদনের ৫মিনিটের মধ্যেই বিদ্যুৎ সংযোগ পেয়ে ভীষণ খুশী। তিনি বলেন, অফিসে আবাসিক সংযোগের জন্য ৯শত ৬৫ টাকা দিয়ে সাথে সাথে বিদ্যুৎ সংযোগ পেয়েছেন তিনি। এতে খুশী হয়েছেন তিনি। গোহালবাড়ী গ্রামের তাজামুল হক জানান, এর পূর্বে এমন অদ্ভূত কার্যক্রম তার চোখে পড়েনি। সরকারের এমন উদ্যোগে তিনি খুশী। তিনি বলেন, এমন উদ্যোগ যাতে সরকার অব্যহত রাখেন বলে দাবী করেন। ভোলাহাট পল্লী বিদ্যুৎ সাব- জোনাল অফিসের সহকারী জুনিয়ার ইঞ্জিনিয়ার মেহেরুন ইসলাম খান বলেন, গ্রাহক কোন প্রকার হয়রানি ছাড়াই আবেদন করে ৫মিনিটের মধ্যেই বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। এ ধরণের প্রকল্প অব্যহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ওয়্যারিং ইন্সপেক্টর আশরাফুল হক, মিটার টেষ্টার জিয়াউর রহমান, লাইন টেকনিশিয়ন ইসমাইল হোসেন, লাইনম্যান গ্রেড-২ মাহবুবুর রহমান, আব্দুল হান্নান, মাসুদ রানাসহ অন্যান্য কর্মচারীগণ।