ভোলাহাটে ৫০ মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

150

ভোলাহাট উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলার ৫০জন মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। আজ উপজেলা প্রশাসনের আয়োজনে ২০১৮-১৯ অর্থ বছওে ভোলাহাট উপজেলা পরিষদ হতে মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক/উচ্চতর শিক্ষারত গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা পারভিন। এসময় আরো উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক রাব্বুল হোসেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ সদস্য হোসনে আরা পাখি, ভোলাহাট উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আব্দুর রহমান, ভোলাহাট মোহবুল্লাহ কলেজ অধ্যক্ষ রহমত আলী, উপজেলা প্রকৌশলি সুনীল কুমার ঘোষ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদারসহ অন্যরা। এ সময় ফতেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম ও চলতি বছর জিপিএ-৫ পেয়ে এসএসসি পাশ করা শিক্ষার্থী তুহিন বক্তব্য দেন। ভোলাহাটে এই প্রথম উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫০জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি হিসেবে জন প্রতি নগদ ৪ হাজার টাকা করে আনুষ্ঠানিক ভাবে প্রত্যেক শিক্ষার্থীদের হাতে তুলে দেন অতিথিগণ।