ভোলাহাটে ১১৪ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
ভোলাহাট উপজেলায় পুলিশ অভিযানে ১১৪ বোতল ফেনসিডিলসহ জাহাঙ্গীর আলম নামে এক যুবক গ্রেপ্তার হয়েছে। তিনি ভোলাহাটের রাধানগর কলোনি গ্রামের কুদ্দুস আলীর ছেলে। পুলিশ জানায়, আজ দুপুর আড়াইটার দিকে জাহাঙ্গীরের বসত বাড়িতে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। ভোলাহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।