ভোলাহাটে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ উদ্বোধন

অবশেষে বহুল প্রত্যাশিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ উদ্বোধন করা হয়। আজ সকালে ভোলাহাট কলেজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, জেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম ও ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান।
জেলা নির্বাচন অফিসার জানান, যারা ২০০৮ হতে ২০১৭ সালের পূর্ববর্তী পর্যন্ত ভোটার হয়েছেন শুধুমাত্র তাদের জন্য ১৮ নভেম্বর হতে ২৪ নভেম্বর পর্যন্ত ভোলাহাট ইউনিয়নের ভোটারগণের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে। ১ হতে ৬নং ওয়ার্ডের ভোটারা আগামী ১৮ নভেম্বর হতে ২২ নভেম্বর ভোলাহাট কলেজে হতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র নিতে পারবেন। এছাড়াও ৭,৮ ও ৯নং ওয়ার্ডের ভোটারা তাঁতিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আগামী ২৩ নভেম্বর হতে ২৪ নভেম্বর পর্যন্ত স্মার্ট জাতীয় পরিচয়পত্র নিতে পারবেন। বাঁকী গোহালবাড়ী, দলদলী ও জামবাড়ীয়া ইউনিয়নে পর্যায়ক্রমে স্মার্ট জাতীয় পরিচয়পত্র আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত বিতরণ করা হবে। উলে¬খিত সময়সূচী অনুযায়ী স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কেন্দ্রে উপস্থিত হয়ে সকাল ৯ টা থেকে বিকাল ৪টার মধ্যে স্মার্ট জাতীয় পরিচয়পত্র গ্রহণ করার জন্য অনুরোধ জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা। স্মার্ট জাতীয় পরিচয়পত্র গ্রহনের সময় ভোটারের নিকট সংরক্ষিত পেপার লেমিনেটেড আইডি কার্ড অথবা যারা জাতীয় পরিচয়পত্র পাননি তাদেরকে ভোটার নিবন্ধন স্লিপ সঙ্গে আনতে হবে।