ভোলাহাটে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

279

ভোলাহাটে আজ সকালের শিলাবৃষ্টিতে পাকা ধান, আম ও বাড়ী-ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলার জামবাড়ীয়া ও আলালপুর এলাকায় প্রায় ৭৫ শতাংশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। জামবাড়ীয়া ইউপি চেয়ারম্যান মুশফিকুল ইসলাম তারা জানান, সকালের শিলাবৃষ্টি ও কাল বৈশাখী ঝড়ে পাকা ধান ও আমের ৭৫ শতাংশ ক্ষয়ক্ষতি হয়েছে জামবাড়ীয়া ইউনিয়নে। এছাড়া ৫০শতাংশ কাঁচা বাড়ী-ঘর নষ্ট হয়ে গেছে। এদিকে উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আনোয়ারুল ইসলাম জানান, আলালপুর এলাকায় প্রায় ৬০শতাংশ পাকা ধান ও আমের ক্ষতি হয়েছে। বাড়ী-ঘরের তেমন ক্ষয়ক্ষতি হয়নি। ধানচাষী জামিল বলেন, তাদের ১০ বিঘা জমিতে বোর ধান কাটার মত হয়েছিলো। কিন্ত প্রলয়ংকারী শিলাবৃষ্টি ও কাল বৈশাখী ধানের ক্ষয়ক্ষতি করায় পথে বসে যেতে হয়েছে। একজন আম ব্যবসায়ী ইসমাইল হোসেন বলেন, তার আম বাগানে গিয়ে তিনি হতাশ হয়ে পড়েছেন। একদিনের শিলাবৃষ্টিতে তাকে পথে বসিয়ে দিয়েছে। তার আমের ভ্যাপক ক্ষতি হয়েছে। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাঠে নামিয়ে কৃষকদের পরামর্শ দিচ্ছেন।