ভোলাহাটে মানব পাচার প্রতিরোধ সচেতনতায় গম্ভীরা প্রদর্শন

48

“জানুয়ারি-মানব পাচার সচেতনতার মাস” এই প্রতিপাদ্যে ভোলাহাটে গম্ভীরা প্রদর্শিত হয়েছে। আজ বিকেলে উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের বজরাটেক কানারহাটে গম্ভীরা প্রদর্শিত হয়। এসময় উপস্থিত ছিলেন, গোহালবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াসিন আলী, সচিব আব্দুল আহাদ, ভোলাহাট প্রেস ক্লাবের সভাপতি গোলাম কবির, এফএসটিআইপি প্রকল্পের ফিল্ড ফ্যাসিলেটর শহিদুল ইসলাম মুকুল, প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট এর টিম লিডার আহমেদ ফ্রান্স, ইউনিট-১৪ এর ম্যানেজার তরিকুল ইসলাম, প্রয়াসের জুনিয়র অফিসার তৌহিদুর রেজা সহ অন্যরা। ইউএসএআইডি এর অর্থায়নে ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সহায়তায় অনুষ্ঠিত গম্ভীরার শ্লোগান ছিল “পাচারকারীদের চিহ্নিত করি, সবাই মিলে প্রতিহত করি” এবং “পাচারের শিকার সবার পাশে থাকবো, বাদ যাবে না কেউ”। আজ প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের অংশগ্রহণে প্রদর্শিত গম্ভীরা একটি ইউএসএআইডি’স ফ্লাইট স্লেভারী অ্যান্ড ট্রাফিকিং-ইন-পারসনস (এফএসটিআইপি) অ্যাকটিভিটি।