ভোলাহাটে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়ন বিএনপি শাখার আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। আজ বাদ যহর মুশরীভূজা হাফিজিয়া মাদ্রাসায় দলদলী ইউনিয়ন বিএনপির সভাপতি আবু মোতালেব মাষ্টার বেগম জিয়ার রোগমুক্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য ও দলদলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক চুটু। বেগম জিয়ার রোগমুক্তির জন্য দোয়া চেয়ে বক্তব্য দেন, ভোলাহাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম, উপজেলা বিএনপির সদস্য মোঃ আব্দুস সোবহান মাষ্টার, দলদলী ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মোস্তাকিমসহ অন্যরা। এসময় বিশেষ দোয়া পরিচালনা করেন মাও আহমাদুল্লাহ।