Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

ভোলাহাটে বেকারীসহ ৩ খাবারের দোকানে জরিমানা

ভোলাহাটে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে একটি বেকারীসহ ৩ খাবারের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে আর্থিক জরিমানা করা হয়েছে। আজ বেলা সাড়ে ১১টা থেকে শুরু হয় মোবাইল কোর্ট। এ সময় মোবাইল কোর্টে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের দায়িত্বে থেকে ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা পারভিন উপজেলার বাবু বাজারের একটি বেকারিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল ঘোষণা করলে তাৎক্ষণিক জরিমানার টাকা প্রদান করে। পরে মোবাইল কোর্ট তার উৎপাদিত খাবার ধংস করা হয়। এদিকে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জহরুল ইসলাম উপজেলার মেডিকেল মোড়ের একটি রেস্টুরেন্টকে ৫ হাজার, আল আমিনকে ৫ হাজার ও টুলুকে ৩ হাজার টাকা করে জরিমানা করেন। পরে বিভিন্ন ফলের দোকানে অভিযান চালিয়ে মেয়াদ উর্ত্তীণ খাবার বিক্রয়ে নিষেধাজ্ঞা আরোপ করেন। এ সময় জেলা সেনেটারী ইন্সপেক্টর কোবাদ আলী, ভোলাহাট উপজেলা সেনেটারী ইন্সপেক্টর আব্দুস সোবুর, ভোলাহাট থানা পুলিশের এসআই রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

Exit mobile version