ভোলাহাটে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

539

ভোলাহাটে পরিবাবর পরিকল্পনা অধিদপ্তর আয়োজিত জনসংখ্যা দিবস পালন উপলক্ষ্যে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার সময় এক বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবস উপলক্ষ্যে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলা স্বান্থ্য কমপ্লেক্স থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান লোকমান আলী, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরশ রেখা, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ এনামুল হক, দলদলী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাজহারুল ইসলাম পুতুল, গোহালবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব নূরুল হক,আ’লীগ উপজেলা শাখার সহসভাপতি ইয়াসিন আলী শাহ। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পঃপঃ কর্মকর্তা শাহ নেওয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, সফল দম্পতি সাংবাদিক গোলাম কবির, অবসর প্রাপ্ত পরিবার পরিকল্পনা সুপারভাইজার আফসার আলী, এফডাব্লুএ মাহফুজা খাতুনসহ অন্যরা। আলোচনা শেষে সফল কাজের জন্য শ্রেষ্ঠ পুরুস্কার হিসেবে ক্রেষ্ট ও সম্মানাপত্র প্রদান করা হয় এফডাব্লুএ আরফাতুন নেশা, নুরজাহান খাতুন, সুরাইয়া খাতুন, ইয়াসমিন আক্তারকে এবং দলদলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে দেয়া হয় শ্রেষ্ঠ পুরুস্কার সন্তোষ্ট দম্পতি হিসেবে পুরুস্কৃত করা হয় সাংবাদিক গোলাম কবির ও স্ত্রী মানসুরা খাতুনকে।